Eastmedinipur

Mar 18 2023, 16:16

*প্রয়াত মহিষাদল রাজবাড়ির বড়মার মৃত্যু বার্ষিকী, শোকাহত মহিষাদলের মানুষ*


মহিষাদলঃ মহিষাদল রাজবাড়ি পর্যটন মানচিত্রে বিশেষ স্থান করে রয়েছে।রাজ্য এমনকি ভিন রাজ্য ভিন দেশের বহু পর্যটকের আনাগোনায় মুখোরিত থাকে সারাক্ষণ । সেই রাজবাড়িতে আজ বিরহের সুর। কারন শনিবার মহিষাদল রাজবাড়ির বড়মা ইন্দ্রাণী গর্গের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে। মহিষাদল রাজবাড়ির বর্তমান প্রজন্ম কলকাতায় থাকেন। মাঝে মধ্যেই কলকাতা থেকে মহিষাদল আসেন। মহিষাদলবাসি বড়মাকে খুব ভালো বাসতেন তাই বড়মার মৃত্যু বার্ষিকী পালন করা হয় মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেসে। রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বড়মার ছেলে সৌর্যপ্রসাদ গর্গ এবং মেয়ে উর্মিলা গর্গ ভট্টাচার্য উপস্থিত থেকে মায়ের মৃত্যু বার্ষিকী শ্রদ্ধার সাথে পালন করেন। এদিন সকাল থেকে রাজবাড়ির অন্দরমহল থেকে নাম কীর্তনের সুর ভেসে আসে। মহিষাদলের বহু মানুষজন তাদের প্রিয় বড়মাকে শ্রদ্ধা জানাতে আসেন।

২০২২ সালের ২৯ শে মার্চ মাল্টি অর্গান ফেলওয়ের কারনে প্রয়াত হন। মৃত্যু কালে তাঁর বয়স ছিলো ৬৪ বছর।

১৯৮০ সালে মহিষাদল রাজবাড়ির উত্তরসূরী শংকরপ্রসাদের সাথে বিবাহ হয়। তিনি একজন ধর্মপরায়ণ মহিলা ছিলেন। মহিষাদল রাজবাড়ির দূর্গাপুজো, রথ নিজে দায়িত্ব নিয়ে পরিচালনা করতেন।মৃত্যুর কয়েক মাস আগে তিনি রাজবাড়ির তথ্য সমৃদ্ধ একটি পুস্তিকা লিখেছিলেন। যার নাম " মহিষাদল রাজবাড়ি ইতিকথা"। মহিষাদলবাসী বড়মাকে খুবই শ্রদ্ধা করতেন। তিনিও মাহিষাদলের মানুষের সাথে সুসম্পর্ক রাখতেন। তার মৃত্যু সাংবাদ পেয়ে ভেঙ্গে পড়েছিলো মহিষাদলবাসী। মৃত্যুর একবছর অতিক্রান্ত করলো জেনে আজও অনেকের চোখে জল।

প্রয়াত মহিষাদল রাজবাড়ি বড়মা ইন্দ্রাণী গর্গের ছেলে সৌর্যপ্রসাদ গর্গ জানান, মা মহিষাদলের মানুষকে নিজের পরিবারের মতো ভালো বাসতেন। তাই মায়ের মৃত্যু বার্ষিকী আমরা মহিষাদলে আয়োজন করি। সকাল থেকে বহু মানুষ আসছেন তাদের প্রিয় বড়মাকে শ্রদ্ধা জানাতে।

Eastmedinipur

Mar 17 2023, 13:47

*সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে এবার দুয়ারে সরকারের পর " দুয়ারে চিকিৎসক"*


পূর্ব মেদিনীপুরঃ রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এলে সরকারি পরিষেবার জন্য সাধারণ মানুষকে দপ্তরে যেতে হবে না। দপ্তরের আধিকারিকরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে ঘোষনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার ক্ষমতায় আসার পর কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথামতো ইতিপূর্বে দুয়ারে সরকার কর্মসূচি গ্রহন করা হয়েছে। বর্তমান সময়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের কথা ভেবে তাদের স্বাস্থ্য পরিষেবা তুল দিতে রাজ্য জুড়ে " দুয়ারে চিকিৎসক" কর্মসূচি গ্রহন করা হয়েছে।

রাজ্যের অন্যান্য জেলায় সেই কর্মসূচি চালু হলেও পূর্ব মেদিনীপুর জেলায় তা চালু হয়নি। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাষ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী ২৩ শে মার্চ ও ২৮ মার্চ এই দুদিন ময়না ও ভগবানপুরে " দুয়ারে চিকিৎসক" কর্মসূচি গ্রহন করা হবে।

তাম্রলিপ্তি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা তারা এলাকায় গিয়ে সাধারণ মানুষের কি কি সমস্যা হচ্ছে সেগুলি যেমন দেখবেন তেমনি ঔষধপত্র তুলে দেওয়া হবে।অনেকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারেন না নানা আসুবিধার কারনে। সেই সমস্ত মানুষরা যাতে বাড়ির সামনে চিকিৎসা পরিষেবা পায় তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর এই ধরনের উদ্যোগ গ্রহন করেছে। সাধারণ মানুষ যাতে চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পায় তার জন্য আমরা সদা তৎপর।।

Eastmedinipur

Mar 17 2023, 10:19

*তমলুক স্টেশন সংলগ্ন পদ্ম খাদ থেকে মৃতদেহ উদ্ধার করল তমলুক থানার পুলিশ।*


পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার 19 নম্বর ওয়ার্ডের কাবাসবেড়িয়া এলাকায় সুব্রত মান্না বছর আটত্রিশের এক যুবক গত ১৪ তারিখ মঙ্গলবার সকালে চা খেতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর বুধবার তমলুক থানায় লিখিত অভিযোগ জানানো হয়। শুক্রবার সকালে তমলুক স্টেশন সংলগ্ন কাবাসবেড়িয়া এলাকায় একটি পদ্মা খাদে একটি দেহ দেখতে পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা তমলুক থানার খবর দিলে তমলুক থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং পরিবারের লোকেরা দেহ সনাক্ত করে। কি কারনে এই মৃত্যু ঘটনা তদন্ত করছে তমলুক থানার পুলিশ।

Eastmedinipur

Mar 17 2023, 10:16

*পঞ্চায়েত ভোটের আগে জেলায় পুলিশের রদবদল*


পূর্ব মেদিনীপুরঃ দুয়ারে পঞ্চায়েত ভোট। দিনক্ষণ ঘোষনা শুধু সময়ের অপেক্ষা। তার আগে জেলায় আইন শৃঙ্খলা মজবুত করতে জেলা পুলিশের একাধিক কর্তারার রদবদল ঘটালো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার  পুলিশে পক্ষ থেকে এক নোটিশ জারি হয়েছে। সেই নোটিশে দেখা যাচ্ছে৷ জেলার ৩০ জন পুলিশ কর্তার রদবদল করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে এটি রুটিন বদলি।

জেলার বেশকিছু এলাকা উত্তেজনা প্রবন এলাকা হিসাবে চিন্নিত রয়েছে। সেই সমস্ত জায়গায় যাতে ভোটের আগে নতুন করে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য এমনই পদক্ষেপ পুলিশের এমনটাই মনে করা হচ্ছে।

বিরোধীরা এই বদলি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তারা জানাচ্ছেন, বাংলা তথা জেলার পুলিশ মমতার দলদাশে পরিনত হয়েছে। তাই পঞ্চায়েত ভোটের আগে নিজেদের প্রছন্দের মতো বদলি করছে যাতে ভোট লুট করতে সুবিধে হয়।

Eastmedinipur

Mar 16 2023, 12:33

*আমাদের রাজ্যে একটা ভয়ংকর অন্ধকার চলছে, কলকাতার বুকে মাদক উদ্ধার কেন্দ্র করে মন্তব্য পাম নেতা সুজন চক্রবর্তীর*


নন্দীগ্রামঃ আমাদের রাজ্যে একটা ভয়ঙ্কর অন্ধকার চলছে,অমাবস্যার অন্ধকারে চেয়ে অনেক কালো আর গভীর,সমাজ জীবনটা ধ্বংস হচ্ছে, কলকাতার উপকন্ঠে সল্টলেকের ৫ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে, ৫ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে, ফ্ল্যাটের মধ্যে টাকা উদ্ধার, খাটের তলা টাকা উদ্ধার হয়েছে, এবার মাদকসহ টাকা একসাথে উদ্ধার হয়েছে।

পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্য সমস্ত কিছুর এমনকি মাদকদ্রব্যের চালান তারও স্বর্গরাজ্য হয়ে গেল, জঙ্গী কাজের কলকাতা সেফজোন।বাংলায় মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী বাংলায় কোন আইনের শাসন নেই, শাসকের আইন চলছে তার ফলে প্রতিদিন ভয়াভয়ক ঘটনার টের পাওয়া যাচ্ছে, পুলিশ কার্যত অসহায় মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা চুপ্টি করে থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই।

পাশাপাশি তিনি এদিন সিভিক পুলিশ নিয়োগ মন্তব্য করেন। তিনি বলেন সিভিক পুলিশ বাংলার উন্নয়ন এমনটাই মনে করছে শাসক দল। যদি তাই হয় সিভিক ভলেন্টিয়ার যে স্কুলে পড়ছে সেই স্কুলে তৃণমূলের নেতাদের ছেলেমেয়েদের ভর্তি করুক। বৃহস্পতিবার নন্দীগ্রাম পাড়া জাগাও কর্মসূচিতে যোগদান করতে গিয়ে এমনই মন্তব্য করেনে বাম নেতা সুজন চক্রবর্তী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেন সুজনবাবু। সুজন ছাড়াও এদিনের কর্মসূচিতে ছিলেন জেলার সভাপতি নিরঞ্জন সিহি, জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়েক সহ অন্যান্যরা। এদিন নন্দীগ্রাম -১ এর বিভিন্ন এলাকায় বাম কর্মীরা লাল ঝান্ডা হাতে নিয়ে মিছিল করেন। এবং এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সামনে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনের আগে বামেদের এই ধরনের কর্মসূচি যা রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।নন্দীগ্রামের জমি আন্দোলনের মধ্য দিয়েই বাংলা ক্ষমতাচ্যুত হয় বাম সরকার। আর সেই নন্দীগ্রাম থেকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা বামেদের।

Eastmedinipur

Mar 15 2023, 18:37

*দুর্ঘটনায় কেটেছে হাত,কাটা হাত নিয়ে হাসপাতালে ছুটলো তমলুক থানার পুলিশ*


তমলুকঃ ট্রাকের সাথে মেশিন ভ্যানের মুখোমুখি ধাক্কা। ধাক্কায় মেশিন ভ্যান চালকের হাত কেটে যায়। আর সেই কাটা হাত নিয়ে হাসপাতালে ছুটলো পুলিশ।

তমলুকের বিষ্ণুবাড় এলাকায় ছয় চাকা ট্রাকের সঙ্গে একটি ইঁট বোঝায় মেশিন ভ্যানের মুখোমুখি ধাক্কায় আশঙ্কা জনক অবস্থায় ১ ভ্যানচালক নিয়ে আসা হলো তমলুকের গভারমেন্ট মেডিকেল কলেজে।

১৫ ই মার্চ বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের বিষ্ণুবাড় অঞ্চল অফিসের সামনেই এক ছয় চাকা ট্রাকের সঙ্গে ইট বোঝায় মেশিন ভ্যানের মুখোমুখি ভয়াবহ ধাক্কা হয়। এরফলে আশঙ্কাজনক অবস্থায় মেশিন ভ্যানের চালককে উদ্ধার করে স্থানীয়রা এমন কি দেখা যায় এই ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে তাঁর এক পাশের হাত খুলে অন্যত্র চলে যায় ।পরে তমলুক থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে তমলুকের তাম্রলিপ্ত গভারমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

Eastmedinipur

Mar 15 2023, 17:19

*পুলিশের গান্ধীগীরি, হেলমেট বিহীন বাইক আরোহীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা*


হলদিয়াঃ হেলমেট বিহীন বাইক আরোহীদের গলায় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ অফিসার।এমন ঘটনার সাক্ষী থাকলো হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ের পথচারীরা সেফ লাইফ সেফ ড্রাইভের পক্ষ থেকে রাজ্য জুড়ে চলছে গাড়ি চালকদের সচেতনতা। ট্রাফিক অফিসারের পক্ষ থেকে বিভিন্নভাবে বাইক চালকদের সচেতনতা করতে কাজ চলছে। হেলমেট পরে বাইক চালানোর জন্য বারে বারে প্রচার চলছে। আজ এক অভিনব কায়দায় হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে সচেতনতার প্রচার করলেন হলদিয়ার ট্রাফিক পুলিশ অফিসারগন। পথ চলতি মানুষ ও সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গী নিয়ে সচেতনতার বার্তা দিল হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে। হেলমেট বিহীন বাইক আরোহীদের ধরপাকড় করে , তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হল। শুধু তাই নয় তাদেরকে একটি করে গোলাপ ফুল উপহার তুলে দিল। প্রথমটা লজ্জায় পড়লেও হাসিমুখে তা গ্রহণ করে ।

এই দৃশ্য দেখে হতবাক বাইক আরহী থেকে পথ চলতি মানুষ। এর সাথে হলদিয়ার ট্রাফিক অফিসার বলেন, এইভাবে ওয়ার্নিং দেওয়া হলো, এর পরের বারে বড়সড় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখনই সাবধান হোন। এবং নিয়ম মেনে গাড়ি চালান। হলদিয়ার মোড়ে বাইক আরোহীদের ধরতে অভিনব উদ্যোগ নিলেন হলদিয়ার ট্রাফিক অফিসার সুরজিৎ চক্রবর্তী ,রানা ব্যানার্জি । হলদিয়ার এসবিপিও রাহুল পান্ডের নেতৃত্বে এমনই নয়া উদ্যোগ নেওয়া হয় বলে জানায়।

Eastmedinipur

Mar 15 2023, 16:43

*রামনগরের মঙ্গলপুরে উদ্ধার হলো বিষধর চন্দ্রবোড়া সাপ।*


রামনগরঃ দীর্ঘদিন ধরেই রামনগরের দীঘার বিভিন্ন প্রান্তে বিশেষ করে গৃহস্থ বাড়ি থেকে বিষধর গোখরো, চন্দ্রবোড়া, কালাচ সাপ উদ্ধার করার বহু ঘটনা ঘটেছে। বিশেষ করে রামনগর এলাকায় সারা বছর ধরেই বিষধর সাপের উদ্ধারের খবর মেলে।

রামনগরের মঙ্গলপুরে উদ্ধার হলো বিষধর চন্দ্রবোড়া সাপ।

সাপ দেখার পর আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।সচেতন নাগরিকের মত গ্রামবাসীরা সেই সাপ না মেরে তুলে দিলো বন দপ্তরের হাতে।

সাধারণত বিভিন্ন এলাকায় বিষধর সাপ দেখলে সেই সাপ মেরে ফেলার প্রবণতা দেখা যায়।প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রত্যেক প্রাণীর বেঁচে থাকা জরুরী।সেই সচেতনতার বার্তা বজায় রেখেই রামনগরে মঙ্গলপুরে এলাকাবাসী খবর দেয় বন দপ্তরকে।খবর পাওয়ার কিছুক্ষনের মধ্যেই হাজির হয় বন দপ্তরের কর্মীরা।উদ্ধার করে নিয়ে যায় পূর্ন বয়স্ক সাপটিকে।

বিষধর সাপ দেখলে কখনোই মেরে ফেলা উচিত নয়।নিরাপদ জায়গায় সরিয়ে সরাসরি খবর দেওয়া উচিত বন দপ্তরকে এমনটাই এলাকার মানুষকে সচেতন করে প্রশাসন। প্রায় ১০ ফুট লম্বা বিষধর সাপটিকে দেখে আতংকিত হয়ে পড়ে স্থানীয়রা৷ বন দপ্তরকে খবর দেওয়া হলে তারা সাপটিকে নিয়ে যায়।

Eastmedinipur

Mar 15 2023, 16:26

*ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য শিকারীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা*


১৫ই মার্চ ২০২৩ বুধবার নন্দীগ্রাম-১ নম্বর ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে কেন্দেমারি মাছ ঘাটে হলদি নদীর তটে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য শিকারীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।  ইলিশ সংরক্ষন, নদীতে মাছ ধরায় নিয়মাবলী, সফল করার লক্ষে জেলেদের সাথে সচেতনতামূলক সভা করেছে উপকূলরক্ষী বাহিনী ও মৎস্য বিভাগ।  

সভায় বক্তারা বলেন, মাছ ধরার নিয়ম কানুন সম্পর্কে মৎস্য আহরণকারীদের আরও সচেতন করা গেলে এর উৎপাদন আরও বাড়বে। এ সময় তারা আরও বলেন, মৎস্য দফতরের ফিশিং লাইসেন্স ও নৌকার রেজিস্ট্রেশন এর বিষয়ে অবগত করানো হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের ফিশারী অফিসার সুমন কুমার সাহু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি ও হলদিয়ার উপকূলরক্ষী বাহিনী্র কর্মকর্তাগন ।

উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে নদী সমুদ্রে মাছ ধরার সময় মৎস্য শিকারীদের নিরাপত্তার বিষয়ে বলা হয়।  

কেন্দেমারীর মৎস্য শিকারী সহদেব মন্ডল বলেন “আমাদের নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের ফিশারী অফিসার সুমন কুমার সাহু নদী তটবর্তী এলাকা গুলোতে বাড়তি নজরে এনে আমাদের মতো গরীব ছোট প্রান্তিক মৎস্য শিকারীদের সাথে নিবিঢ় যোগাযোগ রেখে চলেছেন, আমরা খুশি”। এদিনের সভায় উপস্থিত মৎস্য শিকারীরা শিখলো কিভাবে জীবন নিরাপত্তায় লাইফ জ্যাকেট ব্যাবহার করতে হয়। মৎস্য শিকারি আরেফুর রহমান বলেন,নদী আমাদের জীবন আর এই নদীকে কেন্দ্র করেই জীবন ও জীবিকা। এদিনের সভায় উপস্থিত হয়ে অনেক কিছু জানতে পারলাম”। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমি পানি বলেন মৎস্য মৎস্য বিভাগের উদ্যোগে আমরা এমন অনেক ছোট ছোট সভা করে মৎস্যজীবীদের মাছ চাষিদের সচেতন ও প্রশিক্ষিত করা হচ্ছে।

Eastmedinipur

Mar 14 2023, 17:44

*শহীদ পরিবারের সদস্যদের পা ধুয়েমুছে দেওয়াকে কটাক্ষ চন্দ্রিমার*


নন্দীগ্রামঃ লোক দেখাতে ভালো পারে। লোক দেখি দেখিয়ে এতো দূর এসেছে আর না। ওর( শুভেন্দু) লোক দেখানো সবাই ধরে ফেলেছে। মঙ্গলবার নন্দীগ্রামের সোনাচুড়ায় শহীদমিনারের অতিথিশালায় নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যদের পা ধুয়েমুছে, নতুন বস্ত্র উপহার দিয়েছে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই জন্য রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এমন মন্তব্য করেন।

তিনি বলেন, গুটি কয়েক লোক নিয়ে কয়েকজন শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গিয়ে লোক দেখানোর জন্য এই রকম করে দেখাচ্ছে। পাশাপাশি তিনি কুন্তল, শান্তনু সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় দূর্নীতির যোগাযোগ রয়েছে, ইডি সব ধিরে ধিরে চ্যাট থেকে বেরকরাবে। সেই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, তাহলে ইডির সাথে শুভেন্দুর যোগ রয়েছে। তা নাহলে ইডির তদন্তে কি পাওয়া আচ্ছে উনি জাছেন কি ভাবে। অপেক্ষা করুন ২৪ শে দেখা হবে।

 ১৪ই মার্চ 'নন্দীগ্রাম দিবস'। ২০০৭ সালে জমি রক্ষার আন্দোলনে অংশ নিয়ে ১৪ই মার্চ নন্দীগ্রামের গোকুলনগর ও ভাঙাবেড়ায় পুলিশি অভিযানের সময় পুলিশের গুলিতে ১৪ জন কৃষক নিহত হয়েছিলেন। সেই দিনটির স্মরণে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে - তৃণমূল কংগ্রেস ও বিজেপি - পৃথকভাবে গোকুলনগর ও ভাঙাবেড়ায় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি,, প্রাক্তন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেনকুমার মহাপাত্র, অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা,শহীদ মাতা পাঁশকুড়া পশ্চিমের বিধায়িকা ফিরোজা বিবি সহ অন্যান্যরা। এদিন সকাল থেকে বিকেল দুই রাজনৈতিক দলের স্মরণ সভাকে ঘিরে উত্তাপ ছড়ায়।।